আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে কোডিং ইউজ করবো নাহ, আমরা wordpress ইউজ করবো যেটার সাথে আমরা অনেকেই পরিচয় আছি।
কিভাবে WordPress দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়:
1. Domain এবং Hosting: প্রথমেই আপনার ল্যান্ডিং পেজ এর জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আপনি Godaddy, namecheap, hostinger, বা বাংলাদেশি বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান থেকে ডোমেস্টিং কিনতে পারেন।
2. ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন: যেহেতু ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা ল্যান্ডিং পেজটি তৈরি করব তাই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে । আপনার হোস্টিং এর মধ্যে softaculous নামে একটা এক্সটেনশন আছে সেটা দিয়ে করতে পারেন অথবা আপনি wordpress . org থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।
3. থিম সিলেকশন এবং ইনস্টলেশন: আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে Hello elementar অথবা Astra থিম ইউজ করে পারেন!
4. পেজ বিল্ডার প্লাগইন: আপনি Elementor ব্যবহার করে খুব সহজেই আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন।. এটি খুব সহজ।
5. WooCommerce প্লাগইন ইনস্টলেশন : WooCommerce হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগিন যেটা সব ধরনের ই-কমার্স ব্যবসার জন্য সম্পন্ন সমাধান। যেহেতু আমরা প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে ল্যান্ডিং পেজ তৈরি করব তাই আমরা এখানে WooCommerce প্লাগইন টি ব্যবহার করব যাতে করে আমরা খুব সহজেই প্রোডাক্ট এড করতে পারি এবং প্রোডাক্ট অর্ডার ম্যানেজমেন্ট করতে পারি।
6. CartFlow প্লাগইন ইনস্টলেশন : আমরা এখানে ওয়ান পেজ চেক আউট ব্যবহার করব যাতে করে অডিয়েন্স খুব সহজে পণ্য ক্রয় করতে পারে তাই এই সুবিধাটির জন্য কার্ট ফ্লো প্লাগইন ব্যবহার করব।
7. মেবাইল রেসপন্সিভ এবং স্পিড অপটিমাইজেশন: এই ২ টা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, আপনার লেন্ডিং পেজে বেশিরভাগ ভিজিটর যেহেতু মোবাইল থেকে ভিজিট করবে তাই আপনার ল্যান্ডিং পেজ মেবাইলে ভালোভাবে দেখাতে হবে, এবং এটি কয়েক সেকেন্ডের মধ্যে লোড হতে হবে। তার জন্য আপনি All in one sapped speed optimization প্লাগইন ইউজ করতে পারেন।
8. সিকিউরিটি সেটআপ: এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ল্যান্ডিং পেজ যেন হ্যাক না হয় সেক্ষেত্রে আপনি All in one Security প্লাগইন ইউজ করতে পারেন।
এই পোস্টটি পড়ে আপনি হয়তো প্রফেশনাল কোন ল্যান্ডিং পেজ বানাতে পারবেন না কিন্তু একটা ধারণা পাবেন কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়!